সিংড়ায় পুকুরের পানি থেকে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাইদুল ইসলাম (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে বাড়ির পাশে পুকুরে মরা মাছ ভাসতে দেখে পানিতে নামলে বিদ্যুতায়িত হন সাইদুল। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সিংড়া সরকারি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সাইদুল ইসলাম উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম দক্ষিণ পাড়ার মো. মোস্তফার ছেলে। সে বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটি উপজেলার বিনগ্রাম হাইস্কুলের পাশে। পুকুরটিতে একই গ্রামের মো. জাকির হোসেন মাছ চাষ করেন। পুকুরের চারপাশে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছিল। সকালে পুকুরটিতে মরা মাছ ভাসতে দেখে সাইদুল পানিতে নামলে সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সিংড়া সরকারি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।