হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকাসহ সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রেল কর্তৃপক্ষ বলছে, যত দ্রুত সম্ভব উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। এ ঘটনার তদন্তে কমিটি করা হয়েছে।

আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর রেলওয়ে স্টেশন হতে ৩০০ গজ পশ্চিমে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার দুপুর পৌনে ১টার দিকে স্টেশনে ঢোকার আগে ৩০০ গজ পশ্চিমে দিনাজপুর থেকে ঢাকাগামী (এমজি/বিসি ঢাকা) মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের গার্ডের বগিসহ শেষের তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়ায় সারা দেশের সঙ্গে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে লাইনচ্যুত ট্রেনটি ওই তিনটি বগি রেখে মাঝগ্রাম স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে।’

পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ বীরবল মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে ঈশ্বরদী লোকশেড থেকে রিলিফ ট্রেন একটি ইঞ্জিন নিয়ে লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধারের জন্য আব্দুলপুর স্টেশনে পৌঁছেছে। যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।’

বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ‘ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। কী কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও অবহেলা উঠে আসলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের