হোম > সারা দেশ > রাজশাহী

কামারখন্দে তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়ার রোগী

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে তীব্র তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছেন। 

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৮ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া প্রতিদিন ২৫-৩০ জন সর্দিকাশি, নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। 

চিকিৎসকেরা বলছেন, প্রচণ্ড গরমের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত কয়েক দিনের অতিরিক্ত গরমের কারণে পানির চাহিদা বাড়ছে। অনিরাপদ পানি পান ও খাবার গ্রহণের মাধ্যমে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। 

ডায়রিয়া আক্রান্ত হলে শরীর থেকে বেশি পরিমাণে পানি ও লবণ বেরিয়ে যায়। চিকিৎসকেরা জানান, বিষয়টা অনেক ক্ষেত্রেই গুরুত্বের সঙ্গে নেন না অভিভাবকেরা। এতে অনেক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এ ছাড়া রোগীর যতবার পাতলা পায়খানা হবে, ততবার একটি করে খাবার স্যালাইন খাওয়াতে হবে। 

আজ সোমবার সকালে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন হাসপাতালে ডায়রিয়া রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বয়সের ৮ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন ১৫-২০ জন করে ডায়রিয়ার রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।’ 

মোহাম্মদ ইব্রাহিম আরও জানান, প্রতিদিন প্রায় ২৫-৩০ জন সর্দিকাশি, নিউমোনিয়া, দুর্বলতার রোগীদের আউটডোর থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ডায়রিয়া রোগীদেরকে প্যাকেট স্যালাইন ও অন্যান্য তরল খাবার ডাবের পানি, ভাতের মাড় খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। এ ছাড়া তিনি হিট স্ট্রোক রোগীদেরকে ঠান্ডা স্থানে নিয়ে হাত পাখা দিয়ে বাতাস করা ও ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে গা মুছে দেওয়ার পরামর্শ দেন।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার