হোম > সারা দেশ > নাটোর

বিদ্যুতের লাইনে কাজ করার সময় একজনের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে হাফিজুর ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গন্ডবিল গ্রামে তাঁর মৃত্যু হয়। 

মৃত হাফিজুর ইসলাম ওই একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, হাফিজুর ইসলাম নিজ গ্রামের বাবলু সরদারের বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান। বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাদাত হোসেন বলেন, গন্ডবিল এলাকার বাবলু সরদারের বাড়িতে বৈদ্যুতের লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত এ ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম জানান, বিষয়টি শুনেছেন। তবে নিহত ব্যক্তি পল্লী বিদ্যুতের তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান নন। তিনি ভেল্লাবাড়িয়া বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি। সচেতনতার অভাবে এ ঘটনা ঘটেছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার