হোম > সারা দেশ > রাজশাহী

সেনা কর্মকর্তা সেজে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

সেনা পরিচয়ে চাঁদা দাবি করা গ্রেপ্তার গোলাম মোস্তফা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে সেনা কর্মকর্তা পরিচয়ে মামলার ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরের মির্জাপুর এলাকা থেকে মাহিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম গোলাম মোস্তফা ওরফে মাহিম (৩৪)। তিনি রাজশাহীর বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সম্প্রতি মাহিম আঁচল উন্নয়ন সামাজিক সংস্থার কর্মী শাওন আহমেদকে (২৯) কল করেন ডিজিএফআইয়ের কর্মকর্তা সেজে। মাহিম জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দেখা করলে তিনি তাকে মামলা থেকে বাঁচাবেন। তার কথা মতো শাওন ২১ নভেম্বর বিনোদপুর বাজারে মাহিমের সঙ্গে দেখা করেন। তখন মাহিম নিজেকে সেনাবাহিনীর সার্জেন্ট এবং তিনি ডিজিএফআইয়ে কর্মরত আছেন বলে জানান।

তিনি মামলা থেকে বাঁচাতে শাওনের কাছে ২০ লাখ টাকা দাবি করেন। তখন শাওন টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে চলে যান। পরে মাহিম ২৩ নভেম্বর শাওনকে আবার কল করেন এবং নিজেকে সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার পরিচয় দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলা করার হুমকি দেন।

র‍্যাব জানায়, শাওনের কাছ থেকে অভিযোগ পেয়ে র‍্যাব এ বিষয়ে প্রাথমিক তদন্ত করে। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর মাহিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ নিয়ে শাওন মাহিমের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের