রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত দুজনের মধ্যে একজন নারী। ৩২ বছর বয়সী এই নারী করোনা পজিটিভ ছিলেন। সাত দিন ধরে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর বাড়ি পাবনায়।
মৃত অন্যজন পুরুষ। ৪৫ বছর বয়সী এই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলায়। করোনা ইউনিটে এখন ১০ জন ভর্তি আছেন। এদের মধ্যে ছয়জনেরই করোনা পজিটিভ।
গতকাল বুধবার রাজশাহীর ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এঁদের মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।