Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে বিএনপির ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বিএনপির ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিএনপির ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনিছুর রহমান আনিছ, সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেস হোসেন, যুবদল নেতা কবির হোসেন, ছাত্রদল নেতা নাঈম হোসেন, উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন যুবদল নেতা বুলবুল ইসলাম, বাঙ্গালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রিয়াজ উদ্দিন, সলপ ইউনিয়ন যুবদল নেতা আমিরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও ব্রহ্মগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন। 

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস আজকের পত্রিকা জানান, ‘সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে বিএনপি নেতা লিয়াকত আলী খান নিয়মিত মামলার আসামি। বাকিদের নামে একাধিক মামলা রয়েছে।’ 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকা জানান, উল্লাপাড়া থানায় নাশকতার অভিযোগে দায়ের করা বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম আজকের পত্রিকা জানান, নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আলামিন হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনকে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান আজকের পত্রিকা জানান, ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি। এই পদযাত্রাকে সামনে রেখে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। জেলার বিভিন্ন স্থান থেকে ১০ নেতা-কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়ায় ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

রাবির তথ্য কর্মকর্তা পদে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পৃষ্ঠপোষক’

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

বগুড়ায় নারী হাজতখানায় পরিবারের সঙ্গে তুফানের সাক্ষাৎ

শাজাহানপুরে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনায় স্কুলের শ্রেণিকক্ষ থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে শেরপুরে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

মা–মেয়েসহ নিহত ৩, আহত তিনজনের চেতনার মাত্রা কমছে

রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার