যদি নৌকার মনোনয়ন পেয়ে যান, তাহলে এলাকায় ব্যাপক উন্নয়ন করবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ মঙ্গলবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহিয়া মাহি বলেন, ‘আমি আপনাদের এলাকায় এসেছি। আগামী ২৯ ডিসেম্বর উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনব। সবার কাছে দোয়া চাইছি। ইনশাআল্লাহ যদি মনোনয়ন পেয়ে যাই, তাহলে আমাকে সাপোর্ট করবেন, এলাকায় ব্যাপক উন্নয়ন করব। সেই সুযোগ আমাকে করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, নৌকার জন্য করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। নৌকার জয় হবে। যেন বারবার এই আসনে নৌকার জয় হয়, সে জন্য সবাই একসাথে কাজ কবর।’
এদিকে হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে ঝটিকা গণসংযোগে মাহিয়া মাহি আসায় এলাকার বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সেই সঙ্গে গণসংযোগ ও পথসভায় এলাকার নারী-পুরুষ মাহিয়া মাহিকে দেখতে ভিড় জমান। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা মন্তব্য।