বগুড়ার শেরপুরে জুয়ার আসর থেকে আনোয়ার হোসেন (৪৮) নামের এক কৃষক লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার সুঘাট ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং দড়িহাসড়া গ্রামের বাসিন্দা।
গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের কদিমহাসড়া গ্রামের বিমল চন্দ্রের বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার (২৩ মার্চ) দুপুরের পর তাঁকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়।
শেরপুর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অপর তিনজন হলেন দড়িহাসড়া গ্রামের খলিলুর রহমান (৫২), আবদুস সাত্তার (৫০) ও খিদির হাসড়া গ্রামের মো. সোলায়মান (৫০)। জুয়ার আসর থেকে ১ হাজার ৪৯০ টাকা এবং এক সেট পুরাতন তাস জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আনোয়ার হোসেনকে গত বছরের ২ নভেম্বর দায়ের করা একটি বিস্ফোরকদ্রব্য আইনের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০২৩ সালের ১৭ জুলাই শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রিফাত সরকার নামের এক ব্যক্তি গত ২ নভেম্বর থানায় মামলা করেন। পুলিশের তদন্তে ওই হামলায় আনোয়ার হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আনোয়ার হোসেন এজাহারভুক্ত আসামি নন, তবে তদন্তে তাঁর সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।