হোম > সারা দেশ > নওগাঁ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে বখাটে যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। প্রায় এক মাসের আগের ওই ঘটনায় থানা মামলা না নিলে আদালতের দ্বারস্থ হয় ভুক্তভোগী পরিবার। আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার রাতে নিয়ামতপুর থানায় মামলা হয়।

এ ঘটনায় অভিযুক্ত তানভীরকে (২০) এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উপজেলার চন্দননগরে গত ২৩ মার্চ ওই ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্কুলে যাতায়াতের পথে ওই স্কুলছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত তানভীর। তাতে রাজি না হওয়ায় গত ২৩ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘর থেকে তুলে নিয়ে নিজ বাড়ির পাশের নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ সময় এক সহযোগীর সহায়তায় সেই ঘটনার ভিডিও ধারণ করেন তানভীর।

এদিকে ঘটনার সময় মেয়ের চিৎকার শুনে এলাকাবাসী তানভীরকে হাতেনাতে ধরে ফেলে। কিন্তু পুলিশ তাঁকে ছাড়িয়ে নেয়। তখন স্থানীয়ভাবে ধর্ষণের বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু তানভীরের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা উল্টো ভুক্তভোগী পক্ষকে হুমকি দেয়। পরে ভুক্তভোগী পরিবার থানায় মামলা করতে যায়। কিন্তু থানা মামলা না নিলে তারা আদালতের দ্বারস্থ হয়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মা মামলার বাদী বলেন, ‘ঘটনার পর থেকেই আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে তানভীরের পরিবার। মামলা হওয়ার পর আসামি সবার সামনে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।’

এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে