Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় নাগর নদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় নাগর নদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

বগুড়ার কাহালুতে নানা বাড়ি বেড়াতে গিয়ে নাগর নদে নিখোঁজ যুবক রোকনুজ্জামানের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার দুপুরে কাহালু উপজেলার বীরকেদার গ্রাম সংলগ্ন নাগর নদে গোসল করতে নেমে নিখোঁজ হন রোকনুজ্জামান। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।

রোকনুজ্জামান বগুড়া শহরের চক সুত্রাপুর চামড়া গুদাম লেন এলাকার ওমর ফারুকের ছেলে।

কাহালু থানার ওসি মাহমুদ হাসান বলেন, সৌদি আরবে যাওয়ার জন্য রোকনুজ্জামানের আগামী শুক্রবার বিমানের ফ্লাইট ছিল। এ কারণে বাবা-মা’র সঙ্গে কাহালুর বীরকেদার ফকিরপাড়া গ্রামে নানা মৃত তোজাম্মেল ফকিরের বাড়ি বেড়াতে যান। দুপুরে গ্রাম সংলগ্ন নাগর নদে গোসল করতে নামেন রোকনুজ্জামান। এ সময় তার মামা নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। নদীতে গোসল করার একপর্যায়ে নিখোঁজ হন রোকনুজ্জামান। স্থানীয় লোকজন বিকেল পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে তাঁর সন্ধান পায়নি। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে রোকনুজ্জামানের মরদেহ উদ্ধার করেন।

ওসি বলেন, শুষ্ক মৌসুমে নাগর নদ থেকে বালু উত্তোলনের কারণে গভীর খাদের সৃষ্টি হয়। সেই খাদের তলদেশ থেকে ডুবুরি মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত