হোম > সারা দেশ > নাটোর

সিগারেট ধরানোর জন্য লাইটার চেয়ে চালককে মারধর, যাত্রী গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে সিগারেট ধরানোর জন্য লাইটার চেয়ে না পেয়ে সিএনজি অটোচালককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত পারভেজ হোসেন (২৫) নামের এক যাত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম (৫০)। আজ রোববার ভোরে উপজেলার পালিদাহ এলাকায় এ ঘটনা ঘটে। 
এ ঘটনায় অটোচালকের যাত্রী পারভেজ হোসেনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনার খানজাহান আলী থানার মশিয়ারি গ্রামের সাইদুল গাজীর ছেলে। অন্যদিকে মারধরের শিকার সিএনজি অটোচালক মো. আমিরুল ইসলাম উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। 
লালপুর থানা সূত্রে জানা যায়, আজ রোববার ভোরে চালক আমিরুল ইসলাম পাবনার ঈশ্বরদীর একটি গ্যারেজে নিজের অটোরিকশা মেরামত করে বাড়ি ফিরছিলেন। লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের ভাদুর বটতলা নামক স্থানে এলে ওই বাজারের এক নাইটগার্ড গাড়িতে তুলে দেন মো. পারভেজ হোসেনকে। এরপর পালিদেহা গোরস্থান মোড়ে পৌঁছালে পারভেজ অটোচালকের কাছে সিগারেট ধরানোর জন্য লাইটার চান। 

এ সময় লাইটার দিতে দেরি করেন চালক। তখন অটোরিকশা থামানোর কথা বলেন পারভেজ। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে চালকের মাথায় আচমকা সজোরে আঘাত করেন পারভেজ। এ সময় চালক চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে পারভেজকে গণপিটুনি দেয়। পরে আহত দুজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে সিএনজি অটোচালক আমিরুলকে হাসপাতালে ভর্তি করেন। এরপর পারভেজকে গ্রেপ্তার করে লালপুর থানার পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক পারভেজ হোসেনকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের