উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সরিয়ে নেওয়া হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়ে পড়া মালবাহী দুটি ট্রেনের বগি। এতে দীর্ঘ ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সচল হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে লাইনচ্যুত বগি দুটি সরিয়ে নেয় রিলিফ ট্রেন।
বাংলাদেশ রেলওয়ে সিরাজগঞ্জ বাজারের উপবিভাগীয় প্রকৌশলী (রেলপথ) আহসানুর রহমান জানান, শুক্রবার দুপুর ২টার দিকে ঈশ্বরদী বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে লাইন পরিবর্তনের সময় মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। পরে রিলিফ ট্রেন এনে নয়টার দিকে লাইনচ্যুত বগি দুটি সরিয়ে নেওয়া হয়।
উল্লাপাড়ার মোহনপুর স্টেশনে আটকে থাকা ঢাকামুখী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার মাধ্যমে সচল হয় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ। এর আগে শুক্রবার দুপুর দুইটার দিকে বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে লাইন পরিবর্তনের সময় মালবাহী দুটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।