পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে মালবাহী একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লেগুনাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন যাত্রী। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুন) বেলা ৩টার দিকে মহাসড়কের পুঠিয়া সদর এলাকার কাঠালবাড়িয়া-ঘোষ পুকুরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে ও লেগুনাচালক শামসুজ্জামান (৩৫) ও যাত্রী চারঘাট উপজেলা সদরের থানাপাড়া গ্রামের আব্দুল গফুর এর ছেলে রাশেদুল ইসলাম (৪৫)।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘রাশেদুল ইসলাম নামে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর একজন রামেক হাসপাতালে যাওয়ার পথে মারা গেছেন। আর বাকি ১২ জনের অবস্থাও গুরুতর। তাঁদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
পবা হাইওয়ে পুলিশের (শিবপুর থানা) ওসি মোফাকারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে দুজন মারা গেছেন। আর যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।