হোম > সারা দেশ > রাজশাহী

এমপি আয়েনের কর্মসূচিকে ‘মাদক কারবারিদের’ শোভাযাত্রা বললেন প্রবীণ আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে মাদকের কারবারে সমর্থন দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ এক নেতা। আয়েনের নেতৃৃত্বে ‘উন্নয়ন শোভাযাত্রার’ সমালোচনা করে একে ‘মাদক কারবারিদের শোভাযাত্রা’ আখ্যাও দেন তিনি।

ভোটের আগে মাঠ দখলে রাখতে নেতা-কর্মীদের নিয়ে গত বুধবার মোহনপুরে এবং গতকাল বৃহস্পতিবার পবায় ‘উন্নয়ন শোভাযাত্রা’ করেন আয়েন উদ্দিন। ছাদখোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে তিনি শোভাযাত্রার সামনে ছিলেন। পেছনে মোটরসাইকেল নিয়ে ছিলেন কয়েক শ নেতা-কর্মী। শোভাযাত্রাটি পবার বিভিন্ন ইউনিয়ন ঘোরে।

পরে রাত ১০টার দিকে হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ষাটোর্ধ্ব সাইদুর রহমান বাদল ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে শোভাযাত্রা নিয়ে সমালোচনা করেন। 

বাদল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে শ্রদ্ধা জানাই এবং অন্তর থেকে ভালোবাসি। আপনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজ যে হরিপুর ইউনিয়ন থেকে এমপি আয়েন উদ্দিনের মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে, সেটা আসলে শোভাযাত্রা নয়, ফেনসিডিল-মাদক কারবারিদের একটি শোভাযাত্রা হয়েছে। এই মাদক কারবারকে আরও জোরদার করার জন্য আমার মনে হয় এই শোভাযাত্রাটা অনুষ্ঠিত হয়েছে।’

এক মিনিট এক সেকেন্ডের এই ভিডিওতে প্রবীণ আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান বাদল আরও বলেন, ‘আমি ধিক্কার জানাই। আপনার কাছে বিশেষভাবে আকুল আবেদন জানাই, এ রকম শোভাযাত্রা না হওয়াই ভালো। বাংলাদেশ আওয়ামী লীগকে এই শোভাযাত্রা মানায় না।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে সাইদুর রহমান বাদল আজকে বলেন, ‘আমি ৩০ বছর ধরে এই ইউনিয়নে আওয়ামী লীগকে শক্তিশালী করেছি। আমি কাউকে ভয় পাই না। যেটা বাস্তব সত্য ঘটনা সেটাই বলেছি। এই শোভাযাত্রায় হরিপুরের চিহ্নিত মাদক কারবারি সবুজ, বেড়পাড়ার রনি, রনির পার্টনার সোনাইকান্দির রাকিবুল ইসলাম রকি, সোহেল রানাসহ অসংখ্য মাদক কারবারি অংশ নিয়েছে। আমি দেখেছি, আমার লোকজনও দেখেছে। সত্য বলতে ভয় নাই।’

এ বিষয়ে কথা বলতে আজ শুক্রবার এমপি আয়েন উদ্দিনকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি রিসিভ করেননি।

পরিষদের একজন সদস্যের এ ধরনের ভিডিও বার্তার বিষয়ে জানতে চাইলে হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বলেন, ‘আমার তো সবাইকেই পছন্দ না। আমার আইডি থেকে পোস্ট দিতেই পারি। এটা ব্যক্তিগত অভিমত। উনি (সাইদুর রহমান বাদল) আসাদের (এ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ) লবির লোক। ওই জন্য দিয়েছেন।’

জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বাদল তো আওয়ামী লীগের লোক। আমার লোক হলো আমার ছেলেমেয়ে যারা তারা। বাদলেরা পারিবারিকভাবে আওয়ামী লীগ। তাঁর এই তথ্য যদি সঠিক হয়, তাহলে সেটা সাংগঠনিকভাবে দেখা উচিত। আর তথ্য মিথ্যা হলে বাদলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।’

এ বিষয়ে জানতে চাইলে পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ইয়াসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাজশাহীর বাইরে আছি। আমি এই ভিডিও সম্পর্কে কিছু জানি না, যা সম্পর্কে কিছু জানি না, সে সম্পর্কে আমি কিছু বলতে চাই না।’

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

সেকশন