হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গরুর হাটে সরবরাহের জন্য বসতঘরে জাল টাকা তৈরি, তরুণ গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঈদুল আজহার গরুর হাটকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বসতঘরে তৈরি হচ্ছিল জাল টাকা। খবর পেয়ে গতকাল বুধবার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রাম থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সামিউল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তি হলেন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামের ফরিদুল ইসলাম (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার সামিউল জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি চক্র অনেক দিন ধরে জাল টাকা তৈরি করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছে। চক্রটি সাধারণ মানুষকে প্রতারিত করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এই খবরে গতকাল রাতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় জাল টাকা তৈরি চক্রের সদস্য ফরিদুলকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বসতবাড়ি থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল জাল টাকা তৈরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সামিউল। তিনি বলেন, ‘প্রায় দেড় বছর ধরে নিজের বসতবাড়িতে তৈরি করা জাল টাকা সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এজেন্টের মাধ্যমে সরবরাহ করতেন ফরিদুল। বিশেষ করে ঈদুল-আজহা উপলক্ষে গরুর হাটকে কেন্দ্র করে দুই কোটি জাল টাকা তৈরির পরিকল্পনা ছিল তাঁর। ফরিদুলের বিরুদ্ধে আজ সকালে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের