চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিতরণকারী দুটি প্রতিষ্ঠান নেসকো (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) ও পল্লী বিদ্যুতের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা আতাহার বুলনপুর এলাকায় এই সংঘর্ষ হয়। এতে উভয় প্রতিষ্ঠানের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষের কর্মীরা প্রথমে বাগ্বিতণ্ডায় ও পরে সংঘর্ষে জড়ায়। এ সময় সেখানে শতাধিক লোক ছিল। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ওই এলাকায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশের সামনেই ঘটে গাড়ি ভাঙচুর ও ইটপাটকেল ছোড়ার ঘটনা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান আজকের পত্রিকাকে বলেন, নেসকো ও পল্লী বিদ্যুৎকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় মামলা করেনি। মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।