হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় আম গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

ছবি: প্রতীকী

রাজশাহীর বাঘায় আমগাছ থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ঢাকা চন্দ্রগাথী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূর নাম আকলিমা (২৫)। সে ওই গ্রামের আসকান আলীর স্ত্রী। পুলিশ জানায়, গতকাল দুপুরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। মাসখানেক আগে কাজের জন্য বাইরে গিয়েছেন। বিয়ের পর থেকে মানসিক রোগে ভুগছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দা আরমান আলী বলেন, সকালে জানতে পারেন ওই গৃহবধূ বাড়ির পাশের আমগাছে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

গৃহবধূর নিকট আত্মীয় বাজুবাঘা গ্রামের সাহাবাজ আলী জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, নাকি তাকে কেউ মেরে ফেলে লাশ ঝুলিয়ে রেখেছে—এ বিষয়ে সন্দেহ রয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা করা হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার