প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে সাত মাদকসেবীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সন্ধ্যার পর বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ এলাকায় এ অভিযান চালায় র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন কাজল আলী (৩৫), সোহেল রানা (২৫), মো. রনি (৩৬), তুহিন সরকার (২২), নাজমুল হক (২৭), মো. মন্টু (২৫) ও মো. রানা (৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাঁদের বাড়ি।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদের কাছ থেকে গাঁজা, কলকি ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আর সাত মাদকসেবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।









