হোম > সারা দেশ > রাজশাহী

রাজপথের কথা না শুনলে কমিশনারের কানে গরম পানি ঢালা হবে: রাগিব আহসান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স ও ওয়াসার পানির দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না দ্রুত হোল্ডিং ট্যাক্স ও ওয়াসার পানির দাম কমানোর দাবি জানিয়েছেন। আজ বুধবার বিকেলে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এক সমাবেশ থেকে তিনি বলেছেন, ‘রাজপথের এই কথা যদি রাজশাহী বিভাগীয় কমিশনারের কানে না যায়, তাহলে তাঁর কানে গরম পানি ঢালা হবে।’

‘সাধারণ অধিকারের জন্য সংগ্রাম, রাজশাহী’ নামের একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতির বক্তব্যে সাবেক ভিপি রাগিব আহসান মুন্না বলেন, ‘রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে মানুষকে বিপদে ফেলা হয়েছে। আমরা হোল্ডিং ট্যাক্সের মাত্রা কমানোর দাবি তুলেছি।’

তিনি বলেন, ‘হোল্ডিং ট্যাক্স যদি যদি না কমে, আমরা সিটি করপোরেশন ঘেরাও করব। সিটি করপোরেশনে এখন মেয়র নেই। বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করছেন। আমাদের রাজপথের কথা যদি কানে না যায়, কমিশনার সাহেবের কানে গরম পানি ঢেলে এই কথা শোনানো হবে।’

মুন্না বলেন, ‘অন্যায়ভাবে ওয়াসার পানির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াসার পানির দাম বাড়ালে নিদারুণ কষ্ট হয়। ওয়াসার পানির এত দাম আর কোথাও নেই। দাম পরিশোধে আমরা হিমশিম খাচ্ছি। যতক্ষণ না পানির দাম কমছে, ততক্ষণ লড়াই চলবে। শুধু রাজপথ দখল করা হবে না; ওয়াসা অফিস ঘেরাও করে আমরা দাবি আদায় করে বিরত হব।’

সভায় পরিচালনা করেন আইনজীবী আবু রায়হান মাসুদ। সমাবেশে আরও কয়েকজন বক্তব্য দেন। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান। এর আগে নগরের আলুপট্টি মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সমাবেশ করে।

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

‘সমন্বয়ক’ পরিচয়ে মুক্তিপণ দাবি, ৩ জনের নামে মামলা

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, ৪ লাখ টাকা ছিনতাই

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে ধরে এনে পুলিশে দিল যুবদল

সেকশন