হোম > সারা দেশ > রাজশাহী

সেবার নামে গ্রাহকদের কাছে টাকা দাবি, ভুয়া ২ বিদ্যুৎ কর্মকর্তা কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা পরিচয়ে সেবার নামে গ্রাহকদের থেকে টাকা চাওয়ায় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। 

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম রাব্বুল হাসান বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

গ্রেপ্তার দুজন হলেন তাড়াশ পৌর এলাকার মো. ফয়সাল আহম্মেদ (৩২) এবং একই মহল্লার রাফেজুল রহমান রিফাত (৩০)। 

এজাহার সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে ফয়সাল আহম্মেদ ও রাফেজুল রহমান রিফাত তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা পরিচয়ে ঝুড়ঝুড়ি গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হায়দার আলীসহ পাঁচজনের বাড়িতে যান। সেখানে গিয়ে বিদ্যুৎ বিল কম করে দেওয়া, নাম পরিবর্তন, মিটার স্থানান্তরসহ বিদ্যুৎসংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়ার নামে করে গ্রাহকের থেকে টাকা দাবি করেন। 

একপর্যায় তাঁদের গতিবিধি সন্দেহে হলে আটক করে তাড়াশ থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসেন। 

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির-১ তাড়াশ জোনাল অফিসের সহকারী ম্যানেজার (এজিএম) রাব্বুল হাসান বাদী হয়ে তাড়াশ থানায় বিদ্যুৎ আইন-২০১৮ অনুযায়ী মামলা করেন। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। 

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, দুজনকে গ্রেপ্তারের পর আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের