হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আ.লীগ নেতাদের হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপিপন্থী এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর আওয়ামী লীগ নেতা ও তাঁর সহযোগীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জুন) রাত ১০টার দিকে ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা মোড়ে এ ঘটনা ঘটে। 

হামলায় চেয়ারম্যানসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, তাঁর চাচা সিরাজুল আলম ও স্থানীয় কৃষক হামিদার রহমান। শিপন দলীয় কোনো পদে না থাকলেও বিএনপির রাজনীতিতে সক্রিয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রামাণিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মহির উদ্দিন ও তাঁর চাচা হবিবর প্রামাণিকের দান করা জায়গায় ইউপি কার্যালয় নির্মাণ করা হয়েছে। সেই কার্যালয় থেকে ভাড়া বাড়িতে পরিষদের কার্যক্রম সরিয়ে নিয়েছেন শিপন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ছাড়া ওই এলাকায় বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলন নিয়ে মহিরের সঙ্গে শিপনের দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে ঈদুল ফিতরের আগে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ঘটে। 

এই বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার রাতে ছাইহাটা মোড়ের অস্থায়ী ইউপি কার্যালয় থেকে চেয়ারম্যান ও তাঁর সঙ্গীরা বের হওয়ার পরপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতা মহির ও তাঁর সহযোগীরা চেয়ারম্যান ও তাঁর দুই সঙ্গীকে বেদম প্রহার করেন। 

ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘আগের ইউপি কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণ করতে গেলে মহির ও তাঁর দলবল হামলা করে। সেখানে নিরাপত্তার ব্যবস্থা না থাকার কারণে ২০২২ সালের জুন মাসে কার্যালয় সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলতে বাধা দেওয়ার কারণে মহির ও তাঁর লোকজন ক্ষিপ্ত ছিলেন।’ 

সাবেক চেয়ারম্যান মহির বলেন, ‘বৃহস্পতিবার বিকেল থেকেই বিএনপির লোকজন নিয়ে শিপন চেয়ারম্যান ছাইহাটা বাজারে মহড়া দিচ্ছিল। সন্ধ্যার পর তারা বাজারে আওয়ামী লীগ কর্মী শুকলুর দোকান ভাঙচুর করে। এ সময় শুকলু প্রাণভয়ে দৌড়ে হবিবর মেম্বারের বাড়িতে আশ্রয় নিলে তাঁরা সেই বাড়িতেও হামলা চালাতে যায়। সে সময় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে অনেকেই আহত হয়েছে।’ 

বালু ব্যবসা নিয়ে চেয়ারম্যানের সঙ্গে বিরোধের বিষয়টি স্বীকার করে মহির বলেন, ‘আমি নদীতে ড্রেজার বসালে চেয়ারম্যান তা তুলে নিয়ে যেতে বাধ্য করেছে।’ 

এ বিষয়ে সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন থেকে ভেলাবাড়ী ইউপি ভবনের জায়গা নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে হামলার ঘটনা ঘটে। চেয়ারম্যান এ বিষয়ে মামলা করবেন বলে থানা-পুলিশকে জানিয়েছেন। মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন