হোম > সারা দেশ > বগুড়া

কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

নিহতদের পরিবার ও পুলিশ জানায়, রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে যান। আজ রোববার সকালে তিনি এক আত্মীয়কে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে যান। সৈকত গরুর দুধ বিক্রি করতে ওই বাজারে যান। রত্নার বাবার বাড়ি ও সৈকতের বাড়ি একই গ্রামের হওয়ায় তাঁরা মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ঢাকাগামী একটি কোচ তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাঁদের লাশ নিয়ে বাড়ি চলে যায়। 

কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, ‘দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। নিহতদের লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। ঢাকাগামী বাসটি শনাক্ত করা যায়নি। পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়েছে। তাঁরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার