হোম > সারা দেশ > নাটোর

নাশকতার মামলায় জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি 

জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ক্রীড়া সংগঠন আবাহনীর সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই। নাশকতার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নাটোর শহরের কান্দিভিটুয়ার নিজ বাড়ি থেকে সোহেল রেজাকে গ্রেপ্তার করে পুলিশ।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্টের পর থেকে সোহেল রেজা পলাতক ছিলেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে সোহেল রেজা বর্তমান সরকারবিরোধী উসকানি ও সরকারবিরোধীদের পক্ষে ষড়যন্ত্রে মদদ দিয়ে আসছিলেন। মঙ্গলবার তিনি নিজ বাসায় অবস্থা করছেন এমন তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, সোহেল রেজা বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগের শেষ প্রজন্মের খেলোয়াড়। কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার সঙ্গে সামলেছেন আবাহনী এবং জাতীয় দলের রক্ষণভাগ। অধিনায়কত্ব করেছে আবাহনীর। দেশের জাতীয় দলে দাপটের সঙ্গে খেলেছেন সাত বছর। সর্বশেষ তিনি নাটোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত