হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে কৃষকের ৫ গরু চুরি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে দুই রাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার উপজেলার পূর্ণ গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে এবং মঙ্গলবার রাতে গভরপুর গ্রামের খাইরুল ইসলাম ও জিয়ারুল রহমানের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে গরুর মালিকেরা এ বিষয়ে কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেননি।

পূর্ণ গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের আশরাফুল ইসলাম বলেন, গত সোমবার রাতে বাড়ির মেইন গেটের তালা কেটে চোরেরা ভেতরে ঢুকে গোয়ালঘর থেকে দুটি গাভি চুরি করে নিয়ে যায়। দুটি গরুর দাম প্রায় ২ লাখ টাকা।

গভরপুর গ্রামের খাইরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে গেছিলাম। ভোরে ঘুম থেকে উঠে দেখি চোরেরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে মেইন গেটের তালা কেটে গোয়ালঘর থেকে একটি গাভি চুরি করে নিয়ে গেছে। গাভিটির দাম প্রায় ৬০ হাজার টাকা।’

একই গ্রামের জিয়ারুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে চোরেরা আমার বাড়ির গোয়ালঘর থেকে একটি বকনা ও একটি গাভি চুরি করে নিয়ে গেছে। গরু দুটির দাম প্রায় ২ লাখ টাকা।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে