বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবু সরদার (৩৬) নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আলামিন (৩৫) নামে আরও একজন।
আজ শনিবার দুপুরে উপজেলার দুপচাঁচিয়া-শিবপুর সড়কের খনিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বাবু উপজেলার চামরুল ইউনিয়নের সাজাপুর গ্রামের তছলিম সরদারের ছেলে। আহত আলামিন বগুড়া কাহালু উপজেলার বাবলাতলা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু ও আলামিন মোটরসাইকেলে করে দুপচাঁচিয়ার ধাপেরহাট থেকে মোলামগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে খনিয়ারা এলাকায় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় সড়কের পাশে থাকা গাছের সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। আর আহত আলামিনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবুর মরদেহ তাঁর স্বজনরা নিয়ে গেছেন।
মোটরসাইকেল দুর্ঘটনায় বাবু সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি মো. হাসান আলী।