Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে জিবরান হোসেন (৩৭) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মালঞ্চি স্টেশন থেকে প্রায় অর্ধকিলোমিটার দক্ষিনে এই ঘটনা টি ঘটে। 

পরে রেল লাইনের উপর থেকে ক্ষতবিক্ষত মরদেহটি বাড়ি নিয়ে যায় স্বজনেরা। জিবরান উপজেলার পৌর এলাকার সোনাপাতিল মহল্লার জিন্নাত আলীর ছেলে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরের পাশদিয়ে যাওয়া রেল লাইনের উপর মাথা বিহীন মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে মরদেহের পোশাক দেখে চিনতে পারেন তাঁরা। পরিবারকে খবর দিলে মৃত ব্যক্তির স্বজনেরা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ও শান্তাহার রেলওয়ে থানার পুলিশ। 

এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে সান্তাহার জিআরপি পুলিশ এলে মরদেহটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়।’ 

শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় জিবরানের মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে শান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭