সিরাজগঞ্জে যুবদল হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা লিমনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক মো. রাসেল মাহমুদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ আগস্ট সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতা কর্মীদের গুলিতে নিহত হন জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু। এ ঘটনায় নিহতের স্ত্রী মৌসুমি খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি লিমন। গত ২৭ অক্টোবর তাকে গ্রেপ্তার করে পুলিশ।