দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার হরিরামপুর গ্রামে নিজ বাড়ি থেকে দুর্গাপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা।
গ্রেপ্তারকৃত পারভেজ হাসান (২৮) উপজেলার জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি হরিরামপুর গ্রামের মোজাফফর আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আগের দিন, দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে ১৫০–২০০ জন আওয়ামী লীগ নেতাকর্মী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে এই নাশকতা চালায়।
এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা শাহাদত হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
ওসি বলেন, আজকে দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।