হোম > সারা দেশ > রাজশাহী

মহাসড়কে চাঁদা না দেওয়ায় চালককে মারধর, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মহাসড়কে চাঁদা না দেওয়ায় এক গাড়ির চালককে আটকে রেখে মারধর করছিলেন চাঁদাবাজেরা। খবর পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা মহাসড়কে যানবাহন আটকে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে যানবাহন আটকে রেখে চালককে মারধর করতেন।

আজ সোমবার র‍্যাব-৫-এর রাজশাহীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন পুঠিয়ার কুঠিপাড়া গ্রামের মো. শফিউল্লাহ (৫০), নামাজগ্রামের জাহিদ হাসান (৩৬) ও চারঘাটের তাতারপুর গ্রামের বাবু মণ্ডল (৩৯)।

তাদের কাছ থেকে ২ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়েছে। র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

র‍্যাব জানায়, গতকাল রোববার দুপুরে র‍্যাব খবর পায় যে পুঠিয়ায় মহাসড়কে চাঁদা না দেওয়ায় কয়েকজন চাঁদা আদায়কারী একটি গাড়ি আটকে রেখেছেন এবং চালককে মারধর করছেন। 

খবর পেয়ে র‍্যাব পণ্যবাহী মিনি ট্রাকের ওই চালককে উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে