কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে মধ্যরাতে গরু চুরি হয়েছে। গরুটি তার মালিকের সামনে দিয়ে নিয়ে গেলেও আটকাতে পারেননি। গতকাল শনিবার রাতে উপজেলার বাড়াকান্দি গ্রামের এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে কালো রঙের দেড় লাখ টাকা দামের একটি গাভি গোয়াল ঘরে রেখে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন ছানোয়ার হোসেন। রাত আড়াইটার দিকে পাকা রাস্তায় লোকজনের কথাবার্তা শুনে ঘুম ভেঙে যায় তাঁর। উঠে দেখেন গোয়াল ঘরের তালা কাটা এবং গাভিটি নেই। বাইরে বের হয়ে দেখেন চোরেরা গাভিটি পিকআপে করে নিয়ে যাচ্ছে। পরে তাঁর পরিবারের লোকজন ও স্থানীয়দের নিয়ে চোরদের ধরার চেষ্টা করেন তিনি।
গরুর মালিক ছানোয়ার হোসেন বলেন, ‘আমার সামনে দিয়েই গাভিটি পিকআপে উঠিয়ে নিয়ে যায়। চোরেরা চারজন ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় চোরদের ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’
কামারখন্দ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মেহেরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গরু চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’