হোম > সারা দেশ > রাজশাহী

বেড়ায় শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর-আগুন

পাবনা প্রতিনিধি

গোলজার হোসেন। ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলার একটি গ্রামে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গোলজার হোসেন (৫০) নামের এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন এলাকাবাসী। পরে তাঁকে ধরে থানায় হস্তান্তর করা হয়। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, শনিবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ি ফিরছিল। এ সময় শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে ধর্ষণ করেন গোলজার। পরে শিশুটি আহত অবস্থায় বাড়িতে তার মায়ের কাছে ঘটনা বললে পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত গোলজার হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার আসামিকে আজ (রোববার) দুপুরে আদালতে হাজির করা হয়েছে।’

এদিকে ঘটনার পর শিশুটির খোঁজখবর নিতে পাবনা জেনারেল হাসপাতালে ছুটে যান বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউনুছ আলী। তিনি বলেন, আমি শিশুটির চিকিৎসা ও তার পরিবারকে আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছি। আমি চাই অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

কামারখন্দে ট্রেনের ধাক্কায় নারী নিহত

সিরাজগঞ্জ থেকে অপহরণ করে যশোরে বিক্রি হওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

নাটোরে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক, দোকানপাট বন্ধ

রাজশাহীতে দুর্ঘটনায় জামায়াতের শিক্ষাসফরের দুই বাস, ৩ কর্মী নিহত, আহত ৪০

নাটোরে কলেজশিক্ষকের হাত ভেঙে দেওয়া ২ বিএনপি কর্মী আটক

চিকিৎসা দিচ্ছেন ফার্মাসিস্ট, ওষুধ-সরঞ্জাম চুরি

রাজশাহীতে ছাদ থেকে পড়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীর মৃত্যু

অতিরিক্ত ভাড়া আদায়ে তিন পরিবহনকে জরিমানা

বগুড়ায় থানা থেকে ফেরার পথে আ.লীগ নেতাকে ছুরিকাঘাত

নাটোরে কলেজশিক্ষকের দুই হাত ভেঙে দিলেন বিএনপি কর্মীরা