হোম > সারা দেশ > রাজশাহী

নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতের শাস্তির দাবিতে মানববন্ধন 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কেটে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বড়াল রক্ষা আন্দোলনের সদস্যরা মানববন্ধনে এই অভিযোগ তোলেন। এ সময় তাঁরা জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এস এম মিজানুর রহমান। এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইছহাক আলী মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার, সাপ্তাহিক চাটমোহরের বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন, এলডিওর নির্বাহী পরিচালক নুরে আলস সিদ্দিকী মঞ্জু প্রমুখ। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই চাটমোহরের বড়াল, গুমানী, চিকনাই নদী থেকে এবং নিমাইচড়া গাঙ থেকে একটি অসাধু গোষ্ঠী মাটি কেটে ইটভাটায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এখন নদীতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করছে। এ ব্যাপারে বাপা ও বড়াল রক্ষা আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। 

জানতে চাইলে ইউএনও রেদুয়ানুল হালিম বলেন, ‘মিছিল, মিটিং কিংবা মানববন্ধন করা গণতান্ত্রিক অধিকার। শান্তিপূর্ণভাবে এগুলো হতে পারে। তাঁদের তো ঢাকায় বলতে হবে যে তাঁরা এসব কাজের প্রতিবাদ করছেন। আর মানববন্ধনে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। আমি মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছি। এ অভিযান অব্যাহত আছে।’

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন