হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ২০ বছর পর ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

নাটোরে ধর্ষণ মামলায় রাজা হোসেন (৪৩) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম এই রায় দেন। এ সময় রাজা হোসেন উপস্থিত ছিলেন। 

রাজা হোসেন লালপুর উপজেলার ধনঞ্জয়পাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তাঁর বয়স ছিল ২৩ বছর। 

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে ৩ জুলাই এক কিশোরী (১৩) রাজশাহী থেকে ট্রেনে আব্দুলপুর স্টেশনে এসে নামে। সেখানে থেকে রাজা তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ভ্যানে মাধবপুর এলাকায় নিয়ে যান। সেখানে ওই কিশোরীকে আখখেতে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে চাচার বাড়িতে নামিয়ে দিয়ে যান। ওই বছরের ৫ জুলাই লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা মামলা করে কিশোরী। 

নাটোর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই মামলার রায় ঘোষণা করেন বিচারক। জরিমানার টাকা ভুক্তভোগীকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি