সিরাজগঞ্জে নালার নির্মাণকাজের সময় পাশের দেয়াল ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
আজ শনিবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির আজকের পত্রিকাকে জানান, আজ সকালে সাহেদনগর ব্যাপারীপাড়ায় নালা নির্মাণের জন্য খননকাজ করছিলেন পাঁচ শ্রমিক। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে তাঁরা চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও একটি ক্লিনিকে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জেনারেল হাসপাতালে নেওয়া এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া শহরের মেডিনোভা হাসপাতালে আরেক শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে এবং অন্যজনের মরদেহ স্বজনেরা বাসায় নিয়ে গেছেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী উপপরিচালক আব্দুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমরা আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মাটির নিচে আর কেউ চাপা পড়ে আছে কি না, তা দেখা হচ্ছে।’