রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে শৈত্যপ্রবাহ কাটলেও বাড়েনি তাপমাত্রা। তাই শীতও কমেনি। দিনের বেশির ভাগ সময়ই রাজশাহীতে সূর্যের দেখা পাওয়া যায় না। এ কারণে শিগগিরই শীত কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর কনকনে শীতের কারণে শহরে মানুষের চলাচলও কিছুটা কম।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবদুস সালাম জানান, শুক্রবার ভোরে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ২টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।
সে অনুযায়ী রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেছে। তবে আগের দিন বৃহস্পতিবারই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ২০ ডিসেম্বর রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শৈত্যপ্রবাহ কেটে গেলেও দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মেলেনি। কুয়াশাচ্ছন্ন ছিল রাজশাহীর প্রকৃতি। সকাল থেকে ঘন কুয়াশা ছিল চারপাশে।