হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, হাসপাতালে ভর্তি

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। প্রতিবেশীর বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশ বাগানের ভেতর তাঁকে নির্যাতন করা হয়। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী একজন পরিবহন শ্রমিক। গতকাল শুক্রবার সন্ধ্যার পর জরুরি কাজে প্রতিবেশীর বাড়িতে যান ওই গৃহবধূ। সেখান থেকে স্বামীর বাড়ি ফেরার সময় ফাঁকা রাস্তা থেকে তুলে বাঁশ বাগানের ভেতর নিয়ে অজ্ঞাতপরিচয় দুই যুবক তাঁকে ধর্ষণ করে।

এদিকে ধর্ষকদের হাত থেকে বাঁচতে ধস্তাধস্তির একপর্যায়ে গৃহবধূ আহত হন। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে যুবকেরা পালিয়ে যায়। পরে গৃহবধূকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে পুলিশি পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার মাহমুদুল হাসান বলেন, গৃহবধূর কাছে ঘটনার বর্ণনা শুনে বিষয়টি থানা-পুলিশকে জানানোর পাশাপাশি তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখানে ধর্ষণের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে স্থানীয় দুই যুবক জড়িত থাকতে পারে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

‘সমন্বয়ক’ পরিচয়ে মুক্তিপণ দাবি, ৩ জনের নামে মামলা

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

সেকশন