হোম > সারা দেশ > রাজশাহী

বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে খামারি হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ নিয়ে খামারি হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন প্রাণিসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়্যালি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘বেকার যুবকেরা এ দেশের বোঝা নয়। এদের প্রশিক্ষণ দিয়ে ঋণের ব্যবস্থা করে দিলে, বেকারের সংখ্যা কমে আসবে।’ 

তিনি আরও বলেন, ‘সরকার দেশের সকল মানুষের উন্নয়নে রূপরেখা প্রণয়ন করেছে। এ দেশের উন্নয়নে সকলে মিলেই অংশগ্রহণ করতে হবে। কোনো কাজকেই ছোট মনে না করে, নিজেদের প্রস্তুত করতে হবে।’ 
 
খাদ্যমন্ত্রী বলেন, ‘সরকার দেশের আদিবাসী সম্প্রদায়ের লোকজনের ভাগ্য উন্নয়নে ইতিমধ্যে ছাগল, ভেড়া গরু দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সকলেই নিজের বাড়িতে হাঁস, মুরগি, ভেড়া, ছাগল ও গরু লালন-পালন করলে নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির শাখা ব্যবস্থাপক মোসাদ্দেকুর রহমান, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। 
 
উল্লেখ্য, প্রাণিসম্পদ মেলায় মোট ৪০টি স্টল অংশগ্রহণ করেছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন