বগুড়ার দুই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের পক্ষে প্রচারে যোগ দিয়েছেন চিত্রনায়িকা মুনমুন।
আজ শনিবার বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম) আসনে এবং গতকাল শুক্রবার রাতে বগুড়া-৬ (সদর) আসনের বিভিন্ন এলাকায় হিরো আলমের সঙ্গে তাঁর একতারা প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ করেন মুনমুন।
প্রচারকালে মুনমুন বলেন, ‘দেশের বেশির ভাগ মানুষ এখন হিরো আলমকে চেনে। হিরো আলম সাহস করে নির্বাচনে দাঁড়িয়েছে। আশা করি সফল হবে।’
হিরো আলমের প্রশংসা করে মুনমুন বলেন, ‘হিরো আলম একদম রুট লেভেল থেকে উঠে এসেছে। তাই সেই শ্রেণির মানুষের যে চাওয়া-পাওয়া, হিরো আলম আমাদের চেয়ে সেটা ভালো জানে। আমার চাওয়া, হিরো আলম যে এলাকা থেকে নেতৃত্ব দিতে চাচ্ছে, হিরো আলম মানুষের অন্তরের কথা বোঝে। সে অনেক দূর যেতে পারবে।’
এই জনপ্রিয়তাকে পুঁজি করে এরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্য পদে পরপর দুবার প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। তবে প্রতিবারই তিনি পরাজিত হন।
হিরো আলম ২০১৮ সালে সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হন। সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৩৮ ভোট পেয়েছিলেন তিনি।