Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

হিরো আলমের নির্বাচনী প্রচারে বগুড়ায় মুনমুন

বগুড়া প্রতিনিধি

হিরো আলমের নির্বাচনী প্রচারে বগুড়ায় মুনমুন

বগুড়ার দুই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের পক্ষে প্রচারে যোগ দিয়েছেন চিত্রনায়িকা মুনমুন। 

আজ শনিবার বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম) আসনে এবং গতকাল শুক্রবার রাতে বগুড়া-৬ (সদর) আসনের বিভিন্ন এলাকায় হিরো আলমের সঙ্গে তাঁর একতারা প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ করেন মুনমুন। 

প্রচারকালে মুনমুন বলেন, ‘দেশের বেশির ভাগ মানুষ এখন হিরো আলমকে চেনে। হিরো আলম সাহস করে নির্বাচনে দাঁড়িয়েছে। আশা করি সফল হবে।’ 

হিরো আলমের প্রশংসা করে মুনমুন বলেন, ‘হিরো আলম একদম রুট লেভেল থেকে উঠে এসেছে। তাই সেই শ্রেণির মানুষের যে চাওয়া-পাওয়া, হিরো আলম আমাদের চেয়ে সেটা ভালো জানে। আমার চাওয়া, হিরো আলম যে এলাকা থেকে নেতৃত্ব দিতে চাচ্ছে, হিরো আলম মানুষের অন্তরের কথা বোঝে। সে অনেক দূর যেতে পারবে।’ 

রাতে বগুড়া সদর এবং শনিবার কাহালু-নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে ছিলেন মুনমুন। ছবি: আজকের পত্রিকাবগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকার বাসিন্দা হিরো আলম একসময় কেব্‌ল নেটওয়ার্কের ব্যবসা (ডিশ সংযোগ) করতেন। ২০০৮ সালে ২৩ বছর বয়সে তিনি মডেলিংয়ে যুক্ত হন। এরপর নিজের অভিনয় ও গানের দৃশ্য রেকর্ড করে কেব্‌ল নেটওয়ার্কে প্রচার করতে থাকেন। এতে নিজ এলাকার লোকজনের কাছে জনপ্রিয়তা তৈরি হয় তাঁর। এখন সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দেশের বাইরেও পরিচিতি পেয়েছেন তিনি। 

এই জনপ্রিয়তাকে পুঁজি করে এরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্য পদে পরপর দুবার প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। তবে প্রতিবারই তিনি পরাজিত হন। 

হিরো আলম ২০১৮ সালে সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হন। সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৩৮ ভোট পেয়েছিলেন তিনি।

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা