হোম > সারা দেশ > নাটোর

লালপুরে চুরি হওয়া ৮ বাইসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩ 

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে আটটি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার চংধুপইল ইউনিয়নের চকশোভ গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চংধুপইল ইউনিয়নের চকশোভ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সজীব (২০), ওমর আলীর ছেলে মো. কামরুল (৩৩) ও রুস্তম আলীর ছেলে মো. আব্দুস সালাম (৪২)। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামের নুর মোহাম্মদ খাঁর ছেলে মো. সাইফুল ইসলাম (৪০) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে তাঁর বাইসাইকেল রেখে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে যান। এর প্রায় ১৫ মিনিট পরে ফিরে তিনি দেখেন তাঁর বাইসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে গতকাল বুধবার লালপুর থানায় মামলা করেন। 
 
এ দিকে বুধবার বাইসাইকেল চুরির সময় জনতার কাছে হাতেনাতে ধরা পড়েন মো. সজীব নামের এক ব্যক্তি। পরে তাঁকে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। সজীবের দেওয়া তথ্য অনুযায়ী লালপুর থানার পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মো. সাইফুল ইসলামের চোরাইকৃত বাইসাইকেলসহ আটটি চোরাই বাইসাইকেল উদ্ধার করে। 

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার ও আটটি বাইসাইকেল উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার