হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

অত্যাচার করে শেখ হাসিনা দেশে থাকতে পারেনি: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘অত্যাচার করে হাসিনা দেশে থাকতে পারেনি। জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনা দেশের মানুষকে নির্যাতন করেছেন। আল্লাহ নির্যাতনকারীকে ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় না। তার প্রমাণ শেখ হাসিনা।’

আজ শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া ননী গোপাল সাহা পাইকপাড়া মডেল হাই স্কুল মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু আরও বলেন, ‘হাসিনার আদালত আমাকে ৯ বছর জেল দিয়েছিল। আমি ঘোষণা দিয়েছিলাম, আমি তার জেলে যাব না। জনগণের দোয়া ও ভালোবাসায় আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন। আমি আপনাদের আমৃত্যু গোলাম। অহংকার দেখাবেন না, অহংকার দেখালে হাসিনার মতো পরিণতি হবে।’

স্মরণ সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ। পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের দুই পরিবার ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে