হোম > সারা দেশ > রাজশাহী

হিজড়া জনগোষ্ঠীর সমস্যা নিয়ে বেশি বেশি সংবাদ প্রকাশের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে অনুষ্ঠিত এক সভায় হিজড়া জনগোষ্ঠীর সমস্যা নিয়ে সংবাদমাধ্যমে বেশি বেশি সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে। হিজড়া জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘দিনের আলো’ হিজড়া সংঘের এক সংবেদনশীল সভায় বক্তারা এ আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার সকালে নগরীর নিউমার্কেট এলাকার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ‘লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার জন্য’ প্রকল্পের সহায়তায় এ সভার আয়োজন করা হয়। সভায় রাজশাহীতে পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের সমাজের মূল স্রোতোধারায় ফিরিয়ে আনতে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সভায় দিনের আলো হিজড়া সংঘের সভাপতি জয়িতা মোহনা বলেন, তাঁদের অনেক সদস্যই নিজ থেকেই এরই মধ্যে উদ্যোক্তা হয়ে উঠছেন। তাঁরা আর নেতিবাচক কাজে থাকতে চান না। তবে এ জন্য দরকার হিজড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান ও বাসস্থানের সুযোগ। বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের কাজের মানুষের দরকার হয়, সেখানে তাঁদের সদস্যদের চাকরি দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় তিনি আক্ষেপ জানিয়ে বলেন, তাঁরা রাজশাহী শহরে থাকার মতো বাসস্থান পাচ্ছেন না। ভালো একটি বাসাও পাচ্ছেন না। হিজড়া জনগোষ্ঠীর সদস্য হাওয়ায় কেউ তাঁদের বাড়ি ভাড়া দিতে চান না। জেলা প্রশাসন থেকে যে ঘরগুলো দেওয়ার কথা ছিল, সেগুলো শহরের অনেক দূরে দিতে চায়। ভালো হয় যদি তাঁদের থাকার জন্য সরকার একটি আবাসন প্রকল্প করে দেয়।

দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা বলেন, তিনি নির্বাচনে জয়ী হওয়ার পেছনে স্থানীয় সাংবাদিকদের ব্যাপক ভূমিকা ছিল। তাঁদের প্রকাশিত ইতিবাচক সংবাদ ভালো কাজে লেগেছে। তাঁরা মানুষের কাছে তাঁকে পৌঁছাতে কাজ করেছে। এভাবে তিনি হিজড়াদের ইতিবাচক খবর জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শরীফ সুমন বলেন, ‘রাজশাহীতে হিজড়া সম্প্রদায় সংবাদমাধ্যমের কাছ থেকে সব সময়ই সহযোগিতা পাচ্ছেন। তাঁদের ইতিবাচক কাজগুলো সমাজের সামনে প্রতিনিয়ত তুলে ধরছেন। তবে তাঁদের সমস্যাগুলো আরও বেশি বেশি করে তুলে ধরতে হবে। কারণ, সবার আগে তাঁরা মানুষ। লিঙ্গ পরিচয় একজন মানুষ হিসেবে তাঁর স্বাভাবিক জীবনযাপনের অধিকার কোনোভাবেই কেড়ে নিতে পারে না। তাঁরা আজ টাকা দিয়েই বাসা ভাড়া পাচ্ছেন না, এটা কোনো কথা হতে পারে? তাই এই বিষয়গুলো নিয়ে আরও কাজ করতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন বাসসের জ্যেষ্ঠ সাংবাদিক আইনুল হক, দিনের আলো হিজড়া সংঘের কোষাধ্যক্ষ মিস জুলি, হিজড়া সংঘের প্রোগ্রাম অফিসার রায়হানুল হক, ব্লাস্টের প্রকল্প সমন্বয়কারী আবু সাঈদ প্রমুখ।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন