হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূকে মারধর করে হত্যার পর তাঁর স্বামী গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ নিহতের পরিবারের। এদিকে ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বাশপুকুরিয়া-দমাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূর নাম শহিদা বেগম (৩৫)। তিনি ওই গ্রামের কান্দু আলীর স্ত্রী।

বেলপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া মারামারি হয়। সম্প্রতি কান্দু আলী পিটিয়ে তার স্ত্রীর মাথা ফাটিয়ে দেয়। আজ শনিবার ভোররাতেও তাদের মধ্যে ঝগড়া শুনতে পেয়েছে প্রতিবেশীরা।’

তিনি আরও বলেন, ‘প্রতিবেশীদের কাছ থেকে জেনেছি, ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করেছে।’

এ বিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক থাকায় হত্যার সন্দেহ করছেন গ্রামের লোকজন।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে এটা হত্যা নাকি কৌশলে হত্যাকাণ্ড, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে চূড়ান্তভাবে বলা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার