হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শাহজাদপুরে পরিত্যক্ত স্থান থেকে ৪২০ কেজি চাল উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যক্ত স্থানে থাকা ৪২০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কৈজুরী ইউনিয়নের কৈজুরী ঠুটিয়া কলেজের সামনে এই ঘটনা ঘটে। 

চাল উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কৈজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন। তিনি বলেন, ‘উদ্ধার করা ৬০ কেজির ৭ বস্তা চাল ইউপির ৩ নম্বর সদস্য বাচ্চু বেপারীর হেফাজতে আছে।’ 

স্থানীয় লোকজন জানান, সাত বস্তা চাল পরিত্যক্ত স্থানে দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে ইউপির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন গ্রামপুলিশ পাঠিয়ে বস্তাগুলো হেফাজতে নেন। 

এদিকে উদ্ধার হওয়া চালের বস্তাগুলো সরকারের বলে দাবি করেছেন স্থানীয় অনেকে। তাঁরা ক্ষোভ জানিয়ে বলেন, প্রকৃত উপকারভোগী বাছাই না করা ও কালোবাজারিদের বিচারের আওতায় না আনায় দুস্থদের চাল কালোবাজারে বিক্রি হচ্ছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘চালের বস্তাগুলো ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) না ন্যায্যমূল্যের তা সঠিকভাবে জানা যায়নি। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তদন্ত করে দেখতে বলা হয়েছে। মহিলাবিষয়ক কর্মকর্তাকেও বিষয়টি দেখতে বলা হবে। বারবার দুস্থদের চাল কালোবাজারে বিক্রি ঠেকাতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার