হোম > সারা দেশ > রাজশাহী

মোহনপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পাঁচ স্কুলছাত্রীকে মারধর, থানায় অভিযোগ

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক স্কুলের পাঁচ ছাত্রীকে মারধর করা হয়েছে। এতে শিক্ষার্থীরা আহত হয়। তাদের মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উত্ত্যক্ত হওয়া শিক্ষার্থী।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র। বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি ব্যাপারটি মীমাংসা করে দেন। কিন্তু সোমবার বাড়ি ফেরার পথে ওই ছাত্র সহপাঠীদের নিয়ে ছাত্রীকে চড়থাপ্পড় মারে। এ সময় অন্য ছাত্রীরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। 

ঘটনার দিন রাতেই ভুক্তভোগী স্কুলছাত্রী নিজে বাদী হয়ে ওই ছাত্রসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আজ মঙ্গলবার সকালে তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে এ ঘটনায় স্কুলছাত্রী থানায় লিখিত অভিযোগ করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঘটেছে। তবে এর মাঝে বহিরাগত কারও সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

যমুনায় মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে মধ্যবয়সীর মৃত্যু

রাজশাহীতে সম্মেলনের পর ব্যানার-ফেস্টুন সরিয়ে নিল জামায়াত

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সেকশন