নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে ৫০৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার হাজীর ঢালান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫-এর রাজশাহীর একটি দল এই অভিযান চালায়। আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, সজল নামে ওই ব্যক্তির কাছ থেকে ৫০৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা হয়েছে।