Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এরফান গ্রুপের ট্রাক চাপায় মারুফ (১৬) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনায় ঘটে। 

নিহত শিশু সদর উপজেলার কল্যাণপুর এলাকার দেলোয়ার ড্রাইভারের ছেলে। 

নিহত মারুফের ভাই পারভেজ জানান, সোমবার সকালে এরফান গ্রুপের ট্রাক টার্মিনালে একটি ট্রাক মেরামতের কাজ করছিল মারুফ। এ সময় অন্য একটি ট্রাক মেরামতরত ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি চলতে শুরু করে মারুফকে সামনের একটি দেওয়ালের সঙ্গে চাপা দেয়। আশপাশের লোকজন মারুফকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত মারুফের মামা জানান, মারুফের মরদেহ কোন অভিযোগ ছাড়াই দাফন করা হয়েছে।

এ বিষয়ে এরফান গ্রুপের মানব সম্পাদক কর্মকর্তা জাকির হোসেন বলেন, একটি দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। 

লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা