হোম > সারা দেশ > রাজশাহী

পাবিপ্রবি শিক্ষকের অনলাইন ক্লাসের আবদার, বরখাস্ত

পাবনা প্রতিনিধি

ড. মো. আওয়াল কবির। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল কবির জয়কে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার রেজিস্ট্রার অফিসের এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ড. মো. আওয়াল কবির, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত ৭ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত, বিভাগীয় আদেশ অমান্যকরণ ও মিথ্যা তথ্য প্রদান করে ভার্চুয়াল ক্লাসের অনুমতি গ্রহণের কারণে অসংগত আচরণ, ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসংগত আদেশ অমান্যকরণ, কর্তব্যে অবহেলা প্রদর্শনজনিত কার্য সংঘটন ও পলায়নের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

তাঁর এহেন আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ৩(খ)(গ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় এতদ্বারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে ড. মো. আওয়াল কবিরকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়াল কবির জয় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি তৎকালীন প্রশাসনের কাছে অনুমতি নিয়ে তিন মাসের জন্য অনলাইনে ক্লাস নেন।

ছবি: সংগৃহীত

নতুন প্রশাসন আসার পরে অনলাইনে ক্লাস নেওয়ার অনুমতি চাইলে সেটা দেওয়া হয়নি। ৭ নভেম্বর থেকে তিনি অলিখিতভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তাঁকে কর্মস্থলে আসার জন্য প্রশাসন থেকে বলা হলেও তিনি আদেশ অমান্য করে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকেন।

থানায় কৃষক দল নেতাকে লাথি মারলেন আসামি

জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ কৃষক, ৬ দিন পর মিলল রক্তাক্ত লাশ

ভুল সিগন্যালে দুই ট্রেনের সংঘর্ষ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাজশাহীতে কাঁচাবাজারে আগুন, পুড়েছে ১২ দোকান

বগুড়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জে মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

৬৮ বছর আগে কেনা জমি দখলচেষ্টার অভিযোগ

চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গভীর রাতে গোলাগুলি-বিস্ফোরণের শব্দে কাঁপল ঈশ্বরদী

বাবাকে হত্যার অভিযোগ ছেলে গ্রেপ্তার