পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল কবির জয়কে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার রেজিস্ট্রার অফিসের এক আদেশে এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ড. মো. আওয়াল কবির, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত ৭ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত, বিভাগীয় আদেশ অমান্যকরণ ও মিথ্যা তথ্য প্রদান করে ভার্চুয়াল ক্লাসের অনুমতি গ্রহণের কারণে অসংগত আচরণ, ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসংগত আদেশ অমান্যকরণ, কর্তব্যে অবহেলা প্রদর্শনজনিত কার্য সংঘটন ও পলায়নের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তাঁর এহেন আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ৩(খ)(গ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় এতদ্বারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে ড. মো. আওয়াল কবিরকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়াল কবির জয় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি তৎকালীন প্রশাসনের কাছে অনুমতি নিয়ে তিন মাসের জন্য অনলাইনে ক্লাস নেন।
নতুন প্রশাসন আসার পরে অনলাইনে ক্লাস নেওয়ার অনুমতি চাইলে সেটা দেওয়া হয়নি। ৭ নভেম্বর থেকে তিনি অলিখিতভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তাঁকে কর্মস্থলে আসার জন্য প্রশাসন থেকে বলা হলেও তিনি আদেশ অমান্য করে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকেন।