বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে মজিবর সরদার (৬৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার সান্তাহার জংশন স্টেশনের কাছে পোঁওতা গ্রামে এ ঘটনা ঘটে।
রেলওয়ের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার সান্তাহার জংশন স্টেশনের কাছে পোঁওতা গ্রামে এ ঘটনা ঘটে।
মজিবর সরদার রেলওয়ের অবসরপ্রাপ্ত একজন কর্মচারী। তিনি নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামের বাসিন্দা।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মজিবর সরদার রেললাইনের পাশে বসে ছিলেন। কানে ভালো শুনতে না পারায় তিনি আগে থেকে ট্রেনের শব্দ পাননি। এ কারণে তিনি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।