হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় স্কুলশিক্ষার্থীকে ইভ টিজিং, দুজনের জেল

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়া শাজাহানপুরে স্কুলশিক্ষার্থীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার সময় হাতেনাতে দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম তাঁদের জেল-জরিমানা করেন।

আজ মঙ্গলবার উপজেলার মাদলা মালিপাড়া রামচন্দ্রপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন মাদলা ইউনিয়নের পেরিরহাট এলাকার চকমোমিন গ্রামের মো. শাকিল আহম্মেদ এবং একই এলাকার নাজমুল হক শিশির। এর মধ্যে শাকিল আহম্মেদকে ১০ দিনের বিনা শ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অর্থদণ্ড অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে অভিযুক্ত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাঁকে অতিরিক্ত তিন দিনের কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।

আর নাজমুল হক শিশিরকে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও দুদিনের অতিরিক্ত বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। শিশির অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাঁকেও দুদিনের কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার সময় শাকিল ও শিশিরকে হাতেনাতে আটক করা হয়। আদালতের কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তাঁরা।

জান্নাতুল নাইম আরও বলেন, পরে আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ নম্বর ধারার অপরাধমতে তাঁদের জেল-জরিমানা করেন।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার